ঢাকা | বঙ্গাব্দ

যে স্বপ্নে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনো অধরা: সাকিব আনোয়ার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2025 ইং
যে স্বপ্নে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনো অধরা: সাকিব আনোয়ার ছবির ক্যাপশন:
ad728
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চব্বিশের জুলাই এখনো শেষ হয়নি। যে বাংলাদেশের স্বপ্নে দেড় হাজারেরও বেশি ছাত্র-জনতা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনো অধরা। সুতরাং লড়াই চলবে। 

২৯ মার্চ (শনিবার) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পর্যটন মোটেলে জুলাই অভ্যূত্থানে আহতদের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। 

সাকিব আনোয়ার বলেন, জুলাই অভ্যূত্থান হয়েছিল চাদাবাজি, দখলদারত্বের বিরুদ্ধে, চাদাবাজ, দখলদার বদলের জন্য নয়। যখন জুলাই অভ্যূত্থানের আহত যোদ্ধাদের চিকিৎসার দাবিতে রাস্তায় নামতে হয়, তখন অভ্যূত্থানের সুবিধাভোগীরা শোডাউন করে। আরেকদিকে যারা সাড়ে ১৫ বছর নিপীড়িত ছিল, তারা আজকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এই সদস্য বলেন, ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ, এই প্রশ্নে হাসিনা স্বৈরাচার হয় নাই। হাসিনা জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচার হয়েছে। যারা স্লোগান দেন, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; তারা আয়নার সামনে দাঁড়ান। আবু সাঈদ-মুগ্ধ যদি প্রশ্ন করে, আমার স্বপ্নের বাংলাদেশ কোথায়- কী জবাব দিবেন! 

উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সাথে আমার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার সেই মত প্রকাশের স্বাধীনতার জন্য জানবাজি লড়াই করতে রাজি আছি। যে অপরাধী, তার বিচার হবে কিন্তু মব তৈরি করে ভিন্নমত দমন করবেন, সেটা মেনে নিব না। সেই জন্য জুলাই অভ্যূত্থান হয়নি। 

এসময় ইফতারে অংশ নেয়া জুলাই অভ্যূত্থানে আহত ছাত্র-জনতা এবং সাংবাদিকদের মধ্যে সম্মানসূচক ঈদ উপহার বিতরণ করা হয়। 

ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজ, কাজীপুর উপজেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী রামীম হাসান জিসান, সিরাজগঞ্জ জেলা ছাত্র ঐক্যের সমন্বয়ক রকিবুল ইসলাম সোনাই সহ নেতৃবৃন্দ। 

নিউজটি পোস্ট করেছেন : Homna Tv

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন