ঢাকা | বঙ্গাব্দ

হোমনায় ২৪ 'র বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2025 ইং
হোমনায় ২৪ 'র বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: ২৪ 'র বিপ্লবে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
ad728
হোমনা {কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার হোমনায় ২৪ 'র জুলাই আগষ্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ মার্চ মঙ্গলবার বিকালে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোমনা শাখার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোমনা শাখার আহবায়ক মো. সাইদুল ইসলাম সৈকত, সদস্য সচিব আবু ইউসুফ, পৌর কমিটির আহবায়ক মো. ইউনুস মিয়া, সদস্য সচিব রিয়াজুল হকসহ ছাত্র সমন্বয়কদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে - সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি} মো. আবদুল করিম, হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ ছালাম সিকদার, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, হোমনা টিভির সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবু রায়হান চৌধুরী, হোমনা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অবসর প্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. ফরিদ খান, সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, আইসিটি অধ্যাপক মো. ইকবাল হোসেন সজিব, বাংলাদেশ জামায়াত ইসলাম হোমনা শাখার সাধারণ সম্পাদ মাও. মো. ইব্রাহিম খলিল, জামাতে ইসলামীর পৌর আমির মো. জায়েদুর রহমান মজুমদার, সেক্রেটারী জালাল উদ্দিন রুমী, হোমনা উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাও. মো. ইব্রাহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম শাখার সভাপতি মাও. তাজুল ইসলাম, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সাইদুল ইসলাম দুলাল, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কাইয়ুম মারুফ, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম (শরীফ), দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল প্রমূখসহ জুলাই ববিপ্লবে নিহত শাহ আলমের পরিবার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়িক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই -আগষ্ট আন্দোলনের সাথে সম্পৃক্ত উপজেলার সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাও. মো. ইব্রাহিম।

নিউজটি পোস্ট করেছেন : Homna Tv

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত