পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে শেষ মুহূর্তে স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের পানে ছুটছে মানুষ। তবে উত্তরবঙ্গ রুটে এবার মহাসড়কে চিরচেনা সেই যানজট নেই। স্বস্তিতেই বাড়ি ফিরছেন সাধারণ যাত্রীরা। এমনকি দিনের পর রাতেও যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন।
সরেজমিনে সিরাজগঞ্জের ৩৮ কিলোমিটার মহাসড়কে কোথাও কোনো যানজট দেখা যায়নি। ফলে ঢাকা থেকে এই মহাসড়ক দিয়ে স্বস্তিতেই বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এরমধ্যে সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও যান চলাচল থেমে নেই। স্বাভাবিক সময়ে যে গতিতে যানবাহনগুলো চলাচল করে, ঈদের শেষ মুহূর্তে এসে সেই গতিতেই চলছে যানবাহন। এতে খুশি যানবাহনের চালক ও যাত্রীরা।
একটা সময় এই মহাসড়ক ছিল উত্তরবঙ্গের মানুষদের জন্য ভোগান্তির কারণ। তবে এ বছর উত্তরবঙ্গ মহাসড়কের চিত্র পুরোটাই ভিন্ন। কারণ, যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক চার লেনের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে খুলে দেয়া হয়েছে ওভার পাস, আন্ডারপাস ও রেল ব্রিজগুলো। এতে মহাসড়কের কোথাও কোনো যানবাহনের জটলা নেই।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, অন্যান্য বছর ঈদের সময়ে মহাসড়কে যানবাহনের যে চাপ থাকে, এ বছর সেটি দেখা যাচ্ছে না। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ পুরো মহাসড়কে কাজ করছে। সেই সঙ্গে হাটিকুমরুল মোড়সহ বিভিন্ন মোড়ে মোড়ে মাইকিং করে চালক ও যাত্রীদের বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে।