মো. কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেসরকারী শিক্ষক - কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া বলেছেন, আমাদের বিএনপিকে শক্তিশালী করাসহ সাধারণ মানুষের কাছে হোমনা-মেঘনার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে হবে। এই এলাকার উন্নয়নে মরহুম এমকে আনোয়ারের পথ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা কথায় নয় বাস্তবায়নে বিশ্বাসী আমি আপনাদের সাথে নিয়ে উন্নয়ন করতে চাই, আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমাকে সহযোগিতা করতে হবে। আমি সুষম উন্নয়নে বিশ্বাসী। কোনো এলাকার প্রতি আমি বিমাতাসুলভ আচরণ করব না। জনগণের উন্নয়নের স্বার্থে আমি রাজনীতি করি। আমার চাওয়ার পাওয়ার কিছু নাই, মানুষের সেবা আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।
২৮ মার্চ ২০২৫ শুক্রবার বিকালে কুমিল্লার হোমনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন ও গতিশীল করার লক্ষে শিক্ষক, সাংবাদিক ও পেশাজীবিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ন -আহবায়ক শাহ আলম হিমেলের সঞ্চালনায় বক্তব্যে তিনি আরও বলেন, আমি পেশাজীবি সংগঠন করি, আমার সাথে শিক্ষক সমাজ রয়েছে। আমি তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। বিগত সময়ে আওয়ামীলীগ সরকার সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান,স্বাস্থ্য বিভাগের ডাঃ এ. জেড এম জাহিদ হাসান এবং শিক্ষক নেতা হিসাবে আমাকে টার্গেট করে। আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বৈরাচারি ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নামে একের পর মামলা দিয়ে হয়রানি করেছে। আমার নামে ৪৫ টি মামলা দিয়েছে। সেই মামলায় আমি একাধিকবার জেল খেটেছি। তবে দলের যে কোন ক্লান্তি লগ্নে আমাদের ডাক পড়ে। বিএনপিতে আমাকে হোমনা - মেঘনা নয় কুমিল্লা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা আমার পাশে থাকলে মরহুম এমকে আনোয়ারের পথ অনুসরণ করে আমি কাজ করে যাবো। - ইনশাআল্লাহ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ মো. মহিউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে এবং প্রতিটি মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে দেশের যে কোন ক্লান্তি লগ্নে বিএনপি জনগনের পাশে থেকেছে। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে দিশে হারা জাতিকে পথ নির্দেশনা দিয়েছিলেন। তেমনি ভাবে ২৪ এর জুলাই- আগস্ট বিপ্লবেও তারণ্যেও অহংকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের হাজার নেতাকর্মী আন্দোলনে অংশ গ্রহন করে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনা কে দেশ থেকে বিতারিত করা হয়েছে। কিন্ত বর্তমানে বিএনপি মিডিয়ার ট্রায়েলের শিকার।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির বিবেক আপনারা বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশ করবেন। আমাদের ভুল হলে সমালোচনা অবশ্যই করবেন, তবে হলুদ সাংবাদিকতা যাতে না হয় সে দিকে খেয়াল রাখবেন।
আরোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি) মুকুল, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম (শাজু), হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বিএনপি নেতা ব্যারিষ্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, অ্যাড. মো. আতাউল্লাহ, অ্যাড. মো. শাহ আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন – আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, অ্যাড. মো. তারিকুল ইসলাম, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক মোসলেহ উদ্দিন, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান সরকার প্রমূখ।
পরে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মো. নাসির উদ্দিন।
ইফতার মাহফিলে, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান#মো. কামরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক